অন্ধ মহিলার কাজ করে দিতেন ইসলামের প্রবেশ
অন্ধ মহিলার কাজ করে দিতেন ইসলামের প্র…
প্রতিদিন এক অন্ধ মহিলার ঘরের সব কাজ করে দিতেন, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
হযরত আবু বকর( aic all pos) এর শাসন কালে, তিনি প্রতিদিন ফজরের নামায আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন। হযরত ওমর (aic all )) তার প্রত্যেহ এরুপ গমনের দৃশ্য দেখে আশ্চার্যান্বিত হলেন। তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর সিদ্দিক (রা) যখন বের হলেন, তখন তিনি গোপনে তাঁকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর তিনি একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন ও আবু বকর (dic alll ৬০)) কে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করতে দেখলেন। তিনি আবু বকর (রা) সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন। অতঃপর ওমর (dic all goj) টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কে আসছে? মহিলা বলল, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন অতঃপর আমাদের গৃহ পরিস্কার করে দেন, আঁটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দোহন করে দেন, আমার সংসারের সব কাজ শেষ করে অতঃপর তিনি চলে যান। বিস্ময়াভিভুত হযরত ওমর (aic all goj) বেরিয়ে আসলেন এবং হযরত আবু বকর সিদ্দীক (র) aic dull) কে বললেনঃ হে আবু বকর! পরবর্তী খলীফাদের উপর তুমি কত না দায়িত্ত অর্পন করে দিলে! উত্তরে সিদ্দীকে আকবর (ac all ৩১) বলে, আমার শাসন আমলে যদি জনগণ কষ্টে থাকে, তাহলে আমি হাশরের দিনে আল্লাহকে কি জবাব দিব ।
(তারীখু দিমাশক ৩০/৩২৩)