অন্যান্য টপিকইসলামিক খবরইসলামিক ঘটনাইসলামের পঞ্চস্তম্ভকবর জীবন

আবু বকর রা. এর একটি ঘটনা –

আবুবকর (রাঃ)-এর গোপন আমল

ইসলামের প্রথম খলীফা আবুবকর (রাঃ) ফজরের

ছালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি

করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর

শহরে ফিরে আসতেন। ওমর (রাঃ) তাকে

প্রতিদিন শহরের বাইরে ঘোরাফিরা করতে

দেখে কৌতূহল বোধ করলেন। তাই একদিন

ফজরের ছালাতের পর আবুবকর (রাঃ) যখন বের

হ’লেন, তখন তিনি পায়ে পায়ে তাঁকে অনুসরণ

করতে লাগলেন। অতঃপর আবুবকর (রাঃ)

মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুতে

প্রবেশ করলে ওমর (রাঃ) একটি টিলার পিছনে

লুকিয়ে থাকলেন সন্তর্পণে।

কিছুক্ষণ পর

আবুবকর (রাঃ) সেই তাঁবু থেকে বেরিয়ে এসে

আবার শহরের পথ ধরলেন। এদিকে ওমর (রাঃ)

টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত

তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন

একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন,

যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি

তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জান,

তোমার নিকটে কে আসে? মহিলা বলল, আমি

তাকে চিনি না। তিনি একজন মুসলিম।

প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে

এসে আমাদের গৃহ পরিষ্কার করেন। তারপর রুটি

তৈরীর জন্য আটা পিষে এবং গৃহপালিত

পশুগুলির দুগ্ধ দোহন করে চলে যান। একথা শুনে

ওমর (রাঃ) বিস্ময়াভিভূতভাবে বেরিয়ে

আসলেন এবং স্বগতোক্তি করলেন, ﻟَﻘَﺪْ ﺃَﺗْﻌَﺒْﺖَ

ﺍﻟْﺨُﻠَﻔَﺎﺀَ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻙَ ﻳَﺎ ﺃَﺑَﺎ ﺑَﻜَﺮٍ ‘হে আবুবকর! পরবর্তী

খলীফাদের উপর তুমি কত কষ্টই না চাপিয়ে

দিলে’! (তারীখু মাদীনাতি দিমাশক ৩০/৩২২)।

# শিক্ষা : অসহায় গরীব-দুঃখীদের খোঁজ-খবর

নেয়া ও তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্র

প্রধানের কর্তব্য।

সংগৃহীত-বইঃ- গল্পের মাধ্যমে জ্ঞান

হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ

আপনিও হোন ইসলামের প্রচারক

শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির

লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। কেউ

হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার

অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের

অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে

তাদের সওয়াবে কোন কমতি হবেনা [তিরমিযীঃ২৬৭৪]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker