একটি শিক্ষনীয় ঘটনা –
মাত্র দেড়শ বছর পূর্বের কথা। সিরিয়ার তৎকালীন প্রসিদ্ধ আলেম শায়খ সাঈদ হালাবী (আলেপ্পা) র. দামেশকের মসজিদে দরস প্রদান করছিলেন। শারীরিক অসুস্থতাজনিত কারনে পা ছড়িয়ে বসেছিলেন। অন্যান্য শিক্ষকদের মতো তিনিও কেবলার দিকে পিঠ আর মসজিদের দরজার দিকে মুখ করে বসেছিলেন। তৎকালীন সময়ে মিশরের খেদেবী সালতানাতের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী পাশার পুত্র ইবরাহীম পাশা দামেশকের গভর্ণর। মিশরের খেদেবী সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন রাজা ফারুক। মিশরের নব্য ফেরআউন খ্যাত সামরিক শাসক জামাল আব্দুন নাসেরের হাতে খেদেবী সালতানাতের পতন হয়।
ইবরাহীম পাশার স্বেচ্ছাচারিতা, উগ্রতা এবং হিংস্রস্বভাবের কথা সর্বজনবিদিত ছিলো। সবাই তার ভয়ে তটস্থ থাকতো। একদিন কোন কাজ উপলক্ষে শায়খের দরসের পাশ দিয়ে যাওয়ার সময় চিন্তা করলো পথেই যখন পড়ে তখন শায়খের সাথে একটু দেখা করেই যাই। দামেশকের প্রবল প্রতাপশালী গভর্ণর ইবরাহীম পাশা মসজিদে প্রবেশ করলো। এমতাবস্থায় সকলের ধারণা ছিলো কষ্ট হলেও শায়খ অন্তত কিছু সময়ের জন্য হলেও পা গুটিয়ে নিবেন। কিন্তু শায়খ সবার ধারণা মিথ্যা প্রমাণিত করে কোনো নড়াচড়া না করে আপন অবস্থায় দরস অব্যাহত রাখলেন। পূর্বে পা ছড়িয়ে যেমন দরস দিচ্ছিলেন এভাবেই দরস দিতে থাকলেন। আর ইবরাহীম পাশা শায়খের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন।
শায়খের ছাত্রদের ভাষ্য ছিলো-আমরা এই ভয়ে কাঁপছিলাম না জানি এখনই শায়খ শহীদ হয়ে যাবেন অথবা চরম লাঞ্চনার সম্মুখীন হবেন। হয়ত রক্ষীদলকে হুকুম দেয়া হবে যে, তাঁকে হাত বেঁধে নিয়ে চলো। কিন্তু কিছুই হলো না। গভর্ণর শায়খের পায়ের ধারে দাঁড়িয়ে থাকলেন আর শায়খ দরস দিতে থাকলেন। পাও গুটালেন না ফিরেও তাকালেন না। আল্লাহই ভালো জানেন মানুষের উপর এই ছেঁড়া ফাটা কাপড়ওয়ালা বান্দাদের কি প্রভাব পড়ে ?
ইবরাহীম পাশা নীরবে এসেছিলেন নীরবেই প্রস্থান করলেন। ফিরে যাওয়ার পর তিনি শায়খের এমনই ভক্ত হলেন যে, প্রাসাদে ফিরে গিয়ে খাদেমের হাতে আশরাফী স্বর্ণ মুদ্রার থলে পাঠিয়ে দিয়ে বললেন শায়খকে আমার সালাম দেয়ার পরে বলবে তিনি যেনো অনুগ্রহ করে আমার তুচ্ছ হাদিয়াটুকু কবুল করেন। কিন্তু শায়খ সবাইকে অবাক করে দিয়ে এমন কালজয়ী জবাব দিয়েছেন যা ইতিহাসের পাতায় সহস্রাধিককাল অব্দি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তিনি বললেন গভর্ণরকে সালাম দিবে আর বলবে
“ ﺍﻥ ﺍﻟﺬﻱ ﻳﻤﺪ ﺭﺟﻠﻪ ﻻ ﻳﻤﺪ ﻳﺪﻩ ”
যে পা “ছড়ায় সে হাত বাড়ায় না।”
দুনিয়াতে দুই কাজ একসাথে হয় না। হয় দুনিয়ার প্রাচৃর্যতার দিকে হস্ত প্রসারিত করবে বা পা দিয়ে দলিত করবে।