অন্যান্য টপিকফজিলত পূর্ণ দুয়া

দুরুদে শিফার ফযিলত

দরুদে শিফা বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ছাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সায়্যিদিনা মদহাম্মাদিন বি‘আদাদি কুল্লি দা‘ইওঁ ওয়া দাওয়া . ওয়া বি‘আদাদি কুল্লি ইল্লাতিওঁ ওয়া শিফা।

দরুদে শিফা অর্থ:

হে আল্লাহ ! তুমি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরগণের ওপর মানুষের সব ধরণের রোগ , ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি প্রেরণ করো।

দরূদে শেফার ফজীলত:

এ দরূদ শরীফ বাক্যের দিক দিয়ে খুবই ছােট, কিন্তু ফজীলত তথা ছওয়াবের ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠী । এ ছাড়া যদি কোথায়ও কলেরা, বসন্ত ও মহামারী দেখা দেয় তাহলে সন্ধ্যায় কমপক্ষে তিনবার এ দরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের রহমতে সে ও তার পরিবার পরিজন ঐ সব রােগ হতে মাহফুজ থাকবে ।

দরূদে শেফার ফজীলত:

এ দরূদ শরীফ বাক্যের দিক দিয়ে খুবই ছােট, কিন্তু ফজীলত তথা ছওয়াবের ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠী । এ ছাড়া যদি কোথায়ও কলেরা, বসন্ত ও মহামারী দেখা দেয় তাহলে সন্ধ্যায় কমপক্ষে তিনবার এ দরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের রহমতে সে ও তার পরিবার পরিজন ঐ সব রােগ হতে মাহফুজ থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker