নেক আকীদ্বাবান গাধা –
→নেক আক্বীদাবান গাধা
খায়বর যুদ্ধে জয়ের পর হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফিরে আসছিলেন। পথে তাঁর খেদমতে এক গাধা উপস্থিত হয়ে আরয করতে লাগলো, হুযুর! আমার আবেদনটি মেহেরবাণী করে শুনে যান।
রহমতে আলম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ অসহায় পশুর নিবেদন শুনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং ফরমালেন, কি বলতে চাও, বল। গাধা বললো, হুযুর আমার নাম ইয়াযিদ বিন শাহাব। আমার পূর্ব পুরুষের বংশে আল্লাহ তাআলা ষাটটি গাধা পয়দা করেছিল। ও গুলোর উপর আল্লাহর নবীগণ আরোহন করেছেন ৷ হুযুর, আমার আন্তরিক বাসনা হলো আপনিও যেন আমার উপর আরোহন করেন, ইয়া রাসুলল্লাহ! আমি এ কথা বলার হকদারও বটে। কেননা আমার বংশের মধ্যে এখন আমি ছাড়া আর কেউ নেই এবং আল্লাহর রসুলের মধ্যেও এখন আপনি ছাড়া আর কেউ নেই ।
হুযুর গাধার এ মনোবাসনা শুনে ফরমালেন, ঠিক আছে,আমি তোমাকে আমার বাহন হিসেবে গ্রহণ করলাম এবং তোমার নামের পরিবর্তন করে ইয়াফুর রাখলাম
সবক:
একটি গাধাও হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর খতমে নাবুয়াতের কথা স্বীকার করে। কিন্তু মানুষ হয়ে যে খতমে নবুয়াত স্বীকার করে না, সে গাধা থেকেও অধম । তথ্যসূত্র
হাজ্জাতুল্লাহে আলাল আলামীন ৪৬০ পূঃ ইসলামের বাস্তব কাহিনী – ১ম খন্ড