ভন্ডামি বন্ধ করুন!
দ্বীনের নামে ভন্ডামি বন্ধ করুন দয়া করে ,,,,,
আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর সকলকে বলছি সবাই কপি করে পোস্ট করুন, এতে অন্তত কিছু মানুষ সচেতন হবে ইনশাআল্লাহ।
কয়েকটা ছোট্ট উদাহরণ দেই, মনোযোগ দিয়ে পড়ার পর বলবেন একমত কিনা❓❓
~ ১০ সেকেন্ড সময় হবে আল্লাহ্ নামটা লেখার জন্য?
~ তোমার রব কে?
~ ১ ঘন্টার মধ্যে 1k আল্লাহ ভক্ত দেখতে চাই!!
এমন স্ট্যাটাস রেগুলার দেখি। সাধারণ মানুষও হাজার হাজার কমেন্ট করে এগুলোতে। তাতে সমস্যা নাই, কিন্তু পোস্টকরীর উদ্দেশ্য কি আসলেই “আল্লাহ্” লিখানো? নাকি পোস্ট-এ কিছু কমেন্ট আদায় করা??
আরেকজন একটা ফটো পোস্ট করছেন, ক্যাপশনে লিখা, “মা ফাতেমার কবর, প্রথম বার দেখে থাকলে লিখুন “আমীন”
কবরের ছবি দেখে আমীন লিখার কি আছে আমার জানা নেই। এখানেও উদ্দেশ্য কিছু কমেন্ট আদায় করা।
🔹 একজন পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে পোস্ট করছে। ভালো লাগলো বলে একটা লাইক দিলাম। কিছুক্ষণ পরে পোস্টকারী ইনবক্সে এসে বলছেন, “ভাইয়া লাইক তুলে লাভ রিএ্যক্ট দেন প্লিজ”এখানে উদ্দেশ্য প্রচুর লাভ রিএ্যক্ট আদায় করা।ইনাদের উদ্দেশ্য জোরে করে লাইক/কমেন্ট করিয়ে নিজেকে সেলিব্রিটি হাওয়া।
🔹 আরো কয়েকজন কে দেখলাম, মসজিদের ছবি আপলোড করছে। ক্যাপশন, “আল্লাহর ঘর মসজিদ, জানি নাইস বলার কেউ নাই”।এদের কথা কি আর বলবো, এরা ব্ল্যাকমেইল করে হলেও কমেন্ট আদায় করে নেবে।এমন আরও অনেক উদাহরণ আছে, পোস্ট বড় হয়ে যাচ্ছে বলে আর লিখলাম না। উপরের যতটা উদাহরণ দেখলেন, তাদের কারোরই উদ্দেশ্য মহৎ না। ভেতরে অসৎ উদ্দেশ্য নিয়ে বাহিরে দ্বীনের কথা বলে বেড়ানো স্পষ্টতই মুনাফিকী তাদেরকে বলছি সময় থাকতে এসব বাদ দিয়ে দেন আল্লাহ এগুলো মোটেও পছন্দ করেন না তওবা করে উদ্দেশ্যে ঠিক করে নেন.. আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমীন…
আল্লাহ্ আমাদের সকলকে সঠিক বুজ দান করুক
আমিন