যে ব্যক্তি রুকূ‘তে স্বীয় পিঠ সোজা করে না , তার কি নামাজ হবে? জেনে নিন!
৮৬২। ‘আবদুর রহমান ইবনু শিবল (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাকের ঠোকরের মত (তাড়াতাড়ি) সিজদা্ করতে, চতুষ্পদ জন্তুর ন্যায় বাহু বিছাতে এবং উটের ন্যায় মসজিদের মধ্যে নির্দিষ্ট স্থান বেছে নিতে।[1]
হাসান।[1] নাসায়ী (অধ্যায় : তাত্ববীক্ব, অনুঃ কাকের মত ঠোকর মারা নিষেধ, হাঃ ১১১১), ইবনু মাজাহ (অধ্যায় : সালাত, অনুঃ মসজিদের কোন একটি স্থানকে নির্ধারণ করে নেয়া, হাঃ ১৪২৯), দারিমী (অধ্যায় : সালাত, হাঃ ১৩২৩), আহমাদ, ইবনু খুযাইমাহ (অধ্যায় : সিজদাতে কাকের মত ঠোকর মারা নিষেধ, হাঃ ৬৯২)।
باب صَلَاةِ مَنْ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ جَعْفَرِ بْنِ الْحَكَمِ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ عَبْدِ اللهِ الأَنْصَارِيِّ، عَنْ تَمِيمِ بْنِ مَحْمُودٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ، قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ نَقْرَةِ الْغُرَابِ وَافْتِرَاشِ السَّبُعِ وَأَنْ يُوَطِّنَ الرَّجُلُ الْمَكَانَ فِي الْمَسْجِدِ كَمَا يُوَطِّنُ الْبَعِيرُ . هَذَا لَفْظُ قُتَيْبَةَ .
– حسن