ইসলামিক ঘটনা
সুদ কেন হারাম । সুদ খেলে কি হয় জেনে নিন
‘আব্দুল্লাহ ইবনু হানযালাহ্ (রাঃ) হতে বর্ণিত। যিনি মালায়িকাহ্ (ফেরেশতাগণ) কর্তৃক গোসলপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জেনে শুনে সুদের কেবলমাত্র একটি রোপ্যমুদ্রা খায়, তার গুনাহ ছত্রিশবার যিনার চেয়ে বেশি হয়। (আহমাদ, দারাকুত্বনী)[1]
আর বায়হাক্বী ‘‘শু‘আবুল ঈমান’’-এ হাদীসটি ইবনু ‘আব্বাস হতে বর্ণনা করেছেন। এতে অতিরিক্ত এ কথাও আছে যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তির শরীরের গোশ্ত/গোশত হারাম রিযক্বে গঠিত তার জন্য জাহান্নামই সর্বোত্তম।[1] য‘ঈফ : আহমাদ ২১৯৫৭, দারাকুত্বনী ২৮৪৩, শু‘আবুল ঈমান ৫১৩০। কারণ এর সনদে ইবনু আবী মুলায়কাহ্-এর হানযালাহ্ হতে শ্রবণ নিয়ে মতবিরোধ রয়েছে।
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلَائِكَةِ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «دِرْهَمُ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زِنْيَةً». رَوَاهُ أَحْمَدُ وَالدَّرَاقُطْنِىُّ
وَرَوَى الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَزَادَ : وَقَالَ : مَنْ نَبَتَ لَحْمُه مِنَ السُّحْتِ فَالنَّارُ أَوْلٰى بِه