অন্যান্য টপিকআখিরাতকবর জীবনকেয়ামতের আলামতকোরআনফজিলত পূর্ণ দুয়া

সূরা আর রহমানের ফযিলত –

  • সূরা আর রহমান, পবিত্র কোরআন মাজীদের ৫৫ তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৭৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। সূরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে।

  • হাদীসে এসেছে, নবী করীম ( সঃ ) এরশাদ করেন , প্রত্যেক জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে । সূরা আর-রহমান কোরআন শরীফের সৌন্দর্য । ফজিলতের দিক দিয়ে এটি অর্ধেক কোরআনের সমান।

  • নবী করীম ( সাঃ ) এরশাদ করেন , যারা শুধু আল্লাহকে খুশী করার জন্য এ সূরাটি প্রত্যহ আছরের নামায বাদ পাঠ করবে , তাদের চেহারা নূরানী হবে , স্ত্রী পুত্র তার তাবেদার হবে , তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে।( সুবহানআল্লাহ)

আল্লাহ সবাইকে এই আমল করার তৌফিক দিন আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button