★সূরা নাচ ও ফালাকের ফযিলত :
· একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরেসতা এসেছেন, একজন নবীজির শিয়রে বসেছেন আর এক জন পায়ের কাছে। তাদেরর মধ্যে এভাবে কথোপোকথন হচ্ছে – এর কি হয়েছে? ইনি অসুস্থ । কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদি ‘ লাবীব ইবনে আসাম ‘। কিভাবে? চামড়ার ফিতায় যাদু মন্ত্র করে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে অমূক কূপে। যাও সেটিকে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দাও।
-
তখনি নবীজির ঘুম ফেঙ্গে যাই। সকাল বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকজন সহাবিদের কে উক্ত কূপ থেকে পাথর চাপা দেওয়া চামড়ার ফিতা উদ্ধার করতে বলেন । দেখা গেল ফিতাটিতে একটি সূতা পেঁচানো আছে এবং সুতাই এগারো টি গিঁট দেওয়া আছে। এই ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস অবতির্ন হয়। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা এগারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন আর একটি করে গিট খুলে যেতে লাগলো, এভাবে ১১ টি আয়াত শেষ করলে ১১ টি গিট খুলে গেলো।এবং নবীজি সুস্থ হয়ে গেলেন।